কলমাকান্দা সীমান্তে বিদেশী মদসহ দুই অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত থেকে দেশীয় পিস্তল ও বিদেশী মদসহ দুই অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জামালপুরের রেব-১৪।
রবিবার উপজেলার রাজাপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১টি দেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ১৩০ বোতল বিদেশী মদ, ২টি মোবাইল সেটসহ নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক দাম ২ লক্ষাধিক টাকা। আটক হুমায়ুন ও শফিকুল ইসলামের বাড়ি সুনামগঞ্জের তাহেরপুরের সিগ্রামপুর। রেব জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে অস্ত্র ও মাদক কেনা-বেচা ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কলমাকান্দা থানায় মামলা করা হয়েছে।