মহামারি করোনা ভাইরাস সংকটে কর্মহীন অসহায় হিজড়া সম্প্রদায়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রি বিতরণ করেছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কর্মহীন অসহায় হিজড়া সম্প্রদায়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রি বিতরণ করেছেন আওয়ামী যুবলীগের ।
রাজধানীর মিরপুর মল্লীকা হাউজের সামনে, হিজড়া সম্প্রদায়ের মানুষের মাঝে ঈদবস্ত্র ও চাল ডাল তেল আলু পেয়াজ লবন,সাবানসহ বিভিন্ন সামগ্রি বিতরণ করেন তিনি। এসময় মাইনুল হোসেন খান নিখিল বলেন,করোনা ভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কর্মহীন ও অসহায় মানুষের পাশে রয়েছে যুবলীগ । তিনি করোনায় আতঙ্কিত না হয়ে, মনোবল ও সাহস নিয়ে পরিস্থিতি মোকাবিলায় সচেতনতাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান।