করোনার সংক্রমণ রোধে টানা ছুটিতে কর্মহীন দরিদ্র মানুষকে ত্রাণ সহায়তা দিচ্ছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহের উপস্থিতিতে ঢাকার বিমানবন্দর থানার ৪৯নং ওয়ার্ডের গাওয়াইল জামিয়া মাদ্রাসা মাঠে আজ প্রায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবক লীগ। করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রেখেই এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় সাধারণ সম্পাদক আবজালুর রহমান বাবু ও ৪৯নং ওয়ার্ড কমিশনার আনিসুর রহমান নাঈমও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে করোনায় সংকটে পড়া মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে জানিয়ে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বলেন, ঈদের আগ পর্যন্ত তাদের এই কার্যক্রম চলবে। করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব রক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সবাইকে অনুরোধ করেন সংগঠনের নেতা-কর্মীরা।