করোনা সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সভা-সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ
- আপডেট সময় : ০২:৩২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৫২০ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।
সম্প্রতি চট্টগ্রামে করোনা সংক্রমণ আশঙ্কাজনকহারে বেড়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পাশের এলাকায় করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজ থেকে ক্যাম্পাসে কোনো রেলি, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং জনসমাগম করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলবে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বলা হয়েছে। চট্টগ্রামে গত দুই সপ্তাহে করোনা আক্রান্তের হার বেড়েছে প্রায় ২৬ গুণ। শনাক্তের হার ও লক্ষণ দেখে সংক্রমণের ঊর্ধ্বগতিকে ওমিক্রন বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইতোমধ্যে বিশেষায়িত কিট দিয়ে করা পরীক্ষায় ৬ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে।