করোনা সংক্রমণ কমে আসায় ভারতের রাজধানী দিল্লিতে বিধিনিষেধ প্রত্যাহার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ কমে আসায় ভারতের রাজধানী দিল্লিতে বিধিনিষেধ প্রত্যাহার করেছে সরকার।
করোনা ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর শুরু হয়। সরকারি তথ্যানুসারে এ পর্যন্ত দিল্লিতে যতো মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে ৮০ শতাংশের শরীরেই ওমিক্রনের উপস্থিতি ছিল। গত শুক্রবার এক টুইটে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানায় ‘১ এপ্রিল থেকে সব স্কুল অফলাইনে চলবে। মাস্ক না পরায় জরিমানাও কমানো হয়েছে। দিল্লিতে কেউ মাস্ক না পরলে জরিমানা করা হবে ৫০০ টাকা।














