করোনা সংকট মোকাবেলায় ব্যর্থতার জন্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি দুলু’র
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোটে রুহুল কুদ্দুস তালুকদার দুলু করোনা সংকট মোকাবেলায় ব্যর্থতার জন্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। একই সঙ্গে তিনি করোনাকালীন চিকিৎসা ব্যবস্থা সেনাবাহিনীর মেডিক্যাল টিমের ওপর ছেড়ে দেয়ারও আহ্বান জানিয়েছেন।
সকালে নাটোর সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চৌরী এলাকায় করোনার কারণে কর্মহীন ৪শ’ অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে দেয়া বক্তব্যে একথা বলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ঢাকা থেকে সংযুক্ত হয়ে তিনি স্বাস্থ্যবিধি মেনে অসহায় দুর্গতদের সহায়তার জন্য বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এসময় বিএনপি নেতা রফিকুল ইসলাম, শামসুল ইসলাম রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।