করোনা মোকাবিলায় লকডাউন, শাটডাউন কিংবা কারফিউ’র চিন্তাভাবনা কোন সমাধান নয়

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতিতে করোনা মোকাবিলায় লকডাউন, শাটডাউন কিংবা কারফিউ’র চিন্তাভাবনা কোন সমাধান নয়। বরং করোনার গণটিকা কর্মসূচি আরো জোরদার করতে হবে। সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে হবে। পাশাপাশি সংক্রমণ প্রবণ এলাকায় করোনা চিকিৎসায় ফিল্ড হাসপাতাল নির্মাণ করে প্রয়োজনীয় ডাক্তার ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে হবে।
শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি আরো বলেন, আমাদের দেশের বাস্তবতায় লকডাউন সফল হবেনা। লকডাউন চলছে কিন্তু মানুষকে ঘরে আটকে রাখা সম্ভব হচ্ছে না।