করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি ছুটির মধ্যেও সচল আছে চট্টগ্রাম বন্দর
- আপডেট সময় : ০২:২৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি ছুটির মধ্যেও সচল আছে দেশের অর্থনীতির লাইফ লাইন- চট্টগ্রাম বন্দর। তবে জাহাজ আসা ও পণ্য ডেলিভারি আগের চেয়ে কমেছে। বন্দর কর্তৃপক্ষ বলছেন, আমদানী-রপ্তানী বাণিজ্য সচল রাখতে ঝুঁকি নিয়ে হলেও অপারেশন চালিয়ে যাচ্ছেন তারা। আর ব্যবসায়ীরা বলছেন, অর্থনৈতিক শৃঙ্খলা ধরে রাখতে সীমিত পরিসরে হলেও চালিয়ে যেতে হবে বন্দরের কার্যক্রম।
করোনা ভাইরাসের কারণে, স্থবিরতা নেমে এসেছে গোটা বিশ্বে। অধিকাংশ দেশের আকাশপথের যোগাযোগ ব্যবস্থা বন্ধ অথবা সীমিত হয়ে গেছে। তবে নৌপথের ওপর এখনো আসেনি আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা। একারণে অন্য দেশের মতো বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামও সচল আছে। বন্দরের মাধ্যমে যাতে করোনা ভাইরাসের প্রবেশ না ঘটে, সে ব্যাপারে সতর্ক কর্তৃপক্ষ ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশের মতো আমদানী নির্ভর দেশে অর্থনৈতিক শৃঙ্খলার স্বার্থে সীমিত পরিসরে হলেও চালিয়ে যেতে হবে বন্দরের কার্যক্রম।
বন্দরের অপারেশন সচলা থাকলেও জাহাজের গমনাগমন আর পণ্য ডেলিভারি কমেছে। ব্যবসায়ীরা বলছেন, বিশ্বের কোন দেশ এখনো তাদের পণ্য পরিবহণ বন্ধ করেনি। তাই সবার সঙ্গে সমন্বয় করেই মোকাবিলা করতে হবে বৈশ্বিক দুর্যোগকে। বাংলাদেশের জলসীমায় কোন জাহাজ প্রবেশ করলে বর্হিনোঙ্গরে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামুলক। এ প্রক্রিয়া শতভাগ বাস্তবায়ন হলে বন্দরের মাধ্যমে, করোনা ভাইরাস ছড়িয়ে পরার আশংকা কমবে।