করোনা ভাইরাস নিয়ে ভয়ের কিছু নেই বলে : স্বাস্থ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস নিয়ে ভয়ের কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক স্বপন।
শুক্রবার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি একথা বলেন। এসময় বক্তব্য রাখেন সাটুরিয়ার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন পিন্টু ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদসহ অনেকে। করোনা ভাইরাস আক্রান্ত কোন রোগী চীন থেকে আসলে, বা বাংলাদেশে কোন মানুষ এ রোগে আক্রান্ত কিংবা সন্দেহজনক মনে হলেও সংগে সংগে হাসপাতালে ভর্তি এবং প্রশাসনকে খবর দেয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।