করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি
- আপডেট সময় : ০১:৫১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। মহামারিটি চীনের বাইরেও ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার এই ঘোষণা দেয় সংস্থাটি। এদিকে, এই ভাইরাস ১৮টি দেশে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৬৯২ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩ জন।
গেলো বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম নিউমোনিয়া সাদৃশ্য প্রাণঘাতী করোনাভাইরাসের উৎপত্তি। প্রথমে গুরুত্ব দেয়া না হলেও দ্রুত ছড়িয়ে পড়ায় চীনসহ বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই ভাইরাস। আর একারণেই কিছুদিন পর হলেও বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংস্থাটি প্রধান টেড্রোস অ্যাডানোম গ্রেবিয়াসিস।
(চীনে যা ঘটছে, সেটাই এ সতর্কতা জারির মূল কারণ নয়। অন্য দেশে যা এখন ঘটছে, মূলত সে কারণেই আমরা সতর্কতা জারি করেছি। নতুন এ করোনাভাইরাস বিভিন্ন দেশে ছড়িয়েছে প্রথমত চীনফেরত ব্যক্তিদের মাধ্যমে। কিন্তু জার্মানি, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে এমন কয়েকজন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যারা কখনও চীনে যাননি। অর্থাৎ, সেখানে মানুষ থেকে মানুষে ছড়াতে শুরু করেছে এ ভাইরাস। এই জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে দুর্বল স্বাস্থ্য সেবার দেশগুলোকে সুরক্ষা দেয়া হবে।)
এদিকে, চীনের হুবেই প্রদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ২১৩ জন। আর ৯ হাজার ৬৯২ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে চীনে ৯ হাজার ৫৯৪ জন। এছাড়া ৯৮ জন বিশ্বের অন্য ১৮ দেশের নাগরিক। তবে চীনের বাইরে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। ভাইরাসটি প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্বের বিভিন্ন দেশ। এরইমধ্যে চীন ভ্রমণে মার্কিন নাগরিকদের বিধি নিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া চীন ফেরত নাগরিকদের অবজারভেশনে রাখছে বাংলাদেশসহ বিশ্বের অন্যদেশগুলোও। করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে চীনসহ বিশ্বের উন্নয়নশীল দেশগুলো। তবে এখনো এর চিকিৎসা বা প্রতিষেধক তৈরি না হওয়ায় আতাপত আক্রান্ত রোগীদের নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেয়া হয়েছে।