করোনা ভাইরাসে এ পর্যন্ত সারাবিশ্বে মারা গেছেন ৩ লাখ ৪৬ হাজার মানুষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে এ পর্যন্ত সারাবিশ্বে মারা গেছেন ৩ লাখ ৪৬ হাজার মানুষ। আর মোট আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ছাড়িয়েছে।
আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ২৩ লাখ রোগী সুস্থ হয়েছেন। গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২শ’ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। প্রায় ১ লাখ মানুষ মারা গেছে সেখানে। আর আক্রান্ত হয়েছে ১৬ লাখ। দ্বিতীয় সর্বোচ্চ রোগী ব্রাজিলে সাড়ে ৩ লাখ। সেখানে মারা গেছে প্রায় ২৩ হাজার মানুষ। ভারতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৮ হাজার এবং মারা গেছে ৪ হাজার।