করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জে এক মুক্তিযোদ্ধার মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জের আব্দুর রহমান নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মুক্তিযোদ্ধা আব্দুর রহমান জেলার রায়গঞ্জ উপজেলার বম্রগাছা ইউনিয়নের বাড়োইভাগ গ্রামের বাসিন্দা এবং ভূমি অফিসের অবসরপ্রাপ্ত নাজির।মৃতের ছেলে ফয়সাল আহমেদ জানান,শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিলে তাকে গত ৭/৮ দিন আগে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আজিজুর রহমান করোনা আক্রান্ত হয়ে গেলরাতে মারা গেছেন। তিনি গত কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।