করোনা ভাইরাসের দুই ডোজ টিকা নেয়া বিদেশি নাগরিকদের কাছ থেকে ওমরাহ হজের আবেদন গ্রহণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের দুই ডোজ টিকা নেয়া বিদেশি নাগরিকদের কাছ থেকে ওমরাহ হজের আবেদন গ্রহণ করতে যাচ্ছে সৌদি আরব।
আজ সোমবার থেকে এই আবেদন গ্রহণ শুরু করবে সৌদি সরকার। করোনার কারণে প্রায় দেড় বছর পর ওমরাহ পালনে বিদেশীদের সুযোগ দিতে যাচ্ছে সৌদি আরব। ওমরাহ পালনে সৌদি এবং বিদেশি নাগরিকদের আবেদনের সঙ্গে অনুমোদিত টিকার সনদ যুক্ত করতে হবে। সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, টিকা গ্রহণকারী বিভিন্ন দেশের, এমনকি সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলোর মুসলিমদের মক্কায় পৌঁছানোর পর নির্দিষ্ট হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাছাড়া সৌদী কর্তৃপক্ষ এবার ওমরাহ পালনে আসা মুসলিমদের জন্য ফাইভ স্টার হোটেল নির্ধারণ করে দিচ্ছে। এতে প্রায় দ্বিগুণ খরচ বাড়বে।














