করোনা ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত ভারতে নতুন আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাস

- আপডেট সময় : ০১:০০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত ভারতে নতুন আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাস। দেশটিতে এই নতুন মহামারীতে এ পর্যন্ত মারা গেছে প্রায় ৯ হাজার। ব্ল্যাক ফাঙ্গাস বহনকারী ছত্রাক বাতাসে উড়ে বেড়াতে সক্ষম।
কোভিড আক্রান্ত বা কোভিড থেকে সুস্থ হওয়া কারও শরীরে কিংবা ডায়াবেটিস-ক্যান্সার রোগীদের খুব সহজেই এই ছত্রাক আক্রমণ করছে। নাক, কান, গলা ইত্যাদির ভেতর দিয়ে সহজেই দুর্বল মানুষের শরীরে এই সংক্রমণ ঘটছে। কোভিড মোকাবিলায় যেসব রোগীদের অতিরিক্ত স্টেরয়েড দেয়া হয়েছে তাদের শরীরে সহজেই এই ছত্রাকের সংক্রমণ ঘটছে। চিকিৎসকরা বলছেন, কোভিড ও ব্ল্যাক ফাঙ্গাসের মধ্যে স্টেরয়েড মিল রয়েছে। এই রোগে মৃত্যুর ঝুঁকি রয়েছে ৫০ শতাংশ। এছাড়া এই রোগে ইতোমধ্যে কয়েকজন চোখও হারিয়েছেন। মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস করোনা মহামারির মধ্যেই গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, দিল্লি ও পশ্চিমবঙ্গে ঝুঁকি প্রবল করে তুলেছে। সেই সঙ্গে গোটা ভারতকেই ঠেলে দিয়েছে প্রবল সংকটের মুখে। দেশটির ২৯টি রাজ্যে একে মহামারি হিসেবে ঘোষণা করা হয়েছে।