করোনা প্রতিরোধে বুস্টার ডোজের কার্যক্রম চলছে। দ্বিতীয় দিনেও কেন্দ্রগুলোতে ছিল উপচে’ পড়া ভিড়।
কেন্দ্রের বাইরে ভিড় থাকলেও সুশৃঙ্খলভাবে প্রথম দিনের টিকা নিতে পেরে খুশির কথা জানান গ্রহীতারা। টিকা কেন্দ্রের শৃঙ্খলার জন্য প্রথম দিনে ৫০০ জনকে এসএমএস দেয়া হয়েছে। তবে পর্যায়ক্রমে এই সংখ্যা বাড়বে। স্বাস্থ্য বিভাগ বলছে, করোনা প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির সুপারিশ অনুযায়ী প্রথম পর্যায়ে সম্মুখ সারির যোদ্ধা আর বয়স্ক নাগরিকদের দেয়া হচ্ছে বুস্টার ডোজ।