করোনা পরিস্থিতির কারণে মৃৎশিল্পের ক্ষতি
- আপডেট সময় : ০২:১৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
করোনা সতর্কতায় বৈশাখী মেলাসহ সব আয়োজনই বন্ধে দুশ্চিন্তায় পড়েছেন আন্তর্জাতিকঅঙ্গনের খ্যাতিমান কারুশিল্পী সুশান্ত কুমার পাল। প্রতি বছরের মতো এবারো মেলা ধরার তাড়ায় সকল প্রস্তুতি শেষ করেছিলেন আগেভাগেই। বানিয়েছেন, প্রায় ১০হাজার পিস মাটির খেলনা। কিন্তু করোনায় এলোমেলো হয়ে গেছে সবকিছুই। এতে বন্ধ হয়ে গেছে সারাবছরের রোজগারও।
পহেলা বৈশাখ আসার আগেই গ্রাম-বাংলার ঐতিহ্য মাটির তৈরি হাঁড়িপাতিল, হাতি-ঘোড়া ও পঁঞ্চসাধিসহ নানা খেলনা তৈরির ধুম পড়ে যায় রাজশাহীর পবা উপজেলার কারুশিল্পী সুশান্ত পালের পরিবারে। এ সময়টাই বাড়ির উঠোনজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে খেলনাগুলো। শুকানো হয় চৈত্রের কড়া রোদে।এরপর তাতে ওঠে রঙতুলির শেষ আঁচড়। কিন্তু এবার আর সেই চিরচেনা দৃশ্য নেই তার বাড়িতে।
করোনার কারণে বাংলা নববর্ষের সব আয়োজন বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এতেই সবকিছু থমকে গেছে সুশান্ত পালের। প্রায় ৬ মাস ধরে নেয়া প্রস্তুতি, এখন বিফলে। বাতিল হয়েছে লাখ টাকার অগ্রিম অর্ডারও।
তবে করোনা পরিস্থিতির কারণে মৃৎশিল্পের সঙ্গে জড়িতদের ক্ষতি পুষিয়ে দেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
কারুশিল্পে বিশেষ অবদানের জন্য অন্তত ৫০টি সম্মাননা সনদ অর্জন করেছেন সুশান্ত পাল। পেয়েছেন রাষ্ট্রীয় স্বর্ণপদকও। দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন নানা দেশের কারুশিল্প মেলায়।