করোনা পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশিদের ২০২২ সালে হজ পালনের সুযোগ দিতে পারে সৌদি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
- / ১৬২৩ বার পড়া হয়েছে
সৌদি আরবে ২০২২ সালে করোনা পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশিদের হজ পালনের সুযোগ দিতে পারে সৌদি সরকার,
আগাম সৌদি আরব সফর করে জেদ্দা, মক্কা ও মদিনায় বাংলাদেশের তিনটি হজ মিশন পরিদর্শন করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।রিপোর্টার্স এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের সঙ্গে মতবিনিময় সভায় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বর্তমান ডিজিটাল যুগে হজ মিশনে আইটি সেক্টরে কর্মী প্রয়োজন, তাই দেশ থেকে আইটি সেক্টরে কাজ জানাদের সৌদি আরবের হজ মিশনে পাঠানো হবে।মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নুরুল ইসলাম, রিপোর্টার্স এসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়ার সভাপতি এম ওয়াই আলাউদ্দিন, প্রধান উপদেষ্টা রুমী সাইদসহ সৌদি আরব পশ্চিমাঞ্চল ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।