করোনা টিকা কিনতেও রিজার্ভ ব্যবহার করা হয়েছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
বৈশ্বিক সংকট মোকাবিলায় দেশবাসীকে খাদ্য উৎপাদন বাড়ানো ও সঞ্চয়ের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ উদযাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশই রিজার্ভ সংকটে পড়েছে। দেশের প্রয়োজনেই বাংলাদেশ সরকারও রিজার্ভ খরচ করেছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ উদযাপন এবং জাতীয় সমবায় পুরস্কার-২০২১ প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে ১০ ক্যাটাগরিতে ৯টি সমবায় সমিতি ও ১ জন সমবায় ব্যক্তির হাতে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অনেক দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়েছে। ফলে অনেক দেশ রিজার্ভ ব্যবহারে বাধ্য হয়েছে। বাংলাদেশ তার বাইরে নয়। দেশের প্রয়োজন ও করোনা টিকা কিনতে রিজার্ভের অর্থ ব্যবহার করা হয়েছে।
তিনি বলেন, ৭৫ পরবর্তী সরকারসহ বিএনপির আমলে দেশে খাদ্যঘাটতি ছিলো বলেও মন্তব্য করেন সরকার প্রধান।
বৈশ্বিক সংকট মোকাবিলায় দেশবাসীকে খাদ্য উৎপাদন বাড়ানো ও সঞ্চয়ের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
ক্রান্তিকাল অতিক্রম করে দেশ আবারো এগিয়ে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।