করোনা ঝুঁকি নিয়ে গাজীপুর হয়ে কর্মস্থলে ফিরছে মানুষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
গাজীপুর হয়ে ঈদ ছুটি শেষে ফের করোনা ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ।
ঈদ ছুটি শেষে করোনা ঝুঁকি নিয়ে গাজীপুর হয়ে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। সকাল থেকে গাড়ির চাপ বাড়ছে সড়ক-মহাসড়কে। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পিকআপ, প্রাইভেট কার, মোটরসাইকেল, সিএনজি ও থ্রি হুইলার দিয়ে গাদাগাদি করে কর্মস্থলে যাচ্ছে শ্রমজীবি মানুষ। আগামী ৩০ মে পুরোপুরি পোশাক কারখানা খুলবে, তাই গণপরিবহণ বন্ধ থাকায় আগে ভাগেই মানুষ উত্তরবঙ্গ থেকে ছোট যানবাহনে রাজধানীসহ আশপাশের এলাকার ফিরছেন।