করোনা চিকিৎসায় চিকিৎসকদের পর্যাপ্ত সরঞ্জাম নেই: এফডিএসআর
- আপডেট সময় : ০৭:৫১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
করোনা চিকিৎসায় চিকিৎসকদের পর্যাপ্ত সরঞ্জাম নেই বলে অভিযোগ করেছে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। রোগী সম্পর্কে সন্দেহজনক অবস্থা নিশ্চিত হতে একটা গাইড লাইন দরকার বলে দাবি করেন চিকিৎসকরা। তবে বিশিষ্ট চিকিৎসক এ.বি.এম আবদুল্লাহ বলেন, মানুষের মনে ভীতির সৃষ্টি করা যাবে না। করোনা রোগের মৃত্যুর হার তুলনামূলক কম। জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।
করোনা ভাইরাসের চিকিৎসা প্রতিটি সরঞ্জাম জীবানুমুক্ত করতে হয়। রোগীর জন্য বিশেষায়িত হাসপাতাল দরকার। দরকার প্রচুর টেস্টিং কিটস। আর ডাক্তারদের জন্য বিশেষ পোষাক, মাস্ক, গ্লাফস। কিন্তু, বর্তমান বাস্তবতায় দেশে তা অপ্রতুল বলেই সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
টেস্টিং কিটসের মজুদ বাংলাদেশে মাত্র ২৭০০ টি। ডাক্তারদের জন্য প্রয়োজনীয় সরঞ্জামও নেই। এসব তথ্য জানিয়ে ফাউন্ডেশন ফর ডক্টর সেফটির উপদেষ্টা ড. আব্দুন নূর তুষার বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় এখন পর্যন্ত মাঠপর্যায়ে ডাক্তারসহ সব স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার ব্যাপারটিতে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হচ্ছে না।
বিশিষ্ট চিকিৎসক এবিএম আবদুল্লাহ বলেন, করোনায় মৃত্যু সংখ্যা দু’শতাংশের কম। তবে উন্নত বিশ্বও এটা মোকাবেলায় হিমসিম খাচ্ছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, গণমাধ্যমকর্মীরাও ঝুঁকির মধ্যে আছেন। সংবাদ সংগ্রহ ও পাঠের সময় তাদের নিজ নিজ প্রতিষ্ঠানকে জীবানুনাশক এবং ঝূঁকিভাতা দেয়ার আহবান জানান।