করোনা আতঙ্কের মধ্যেই স্বল্প-পাল্লার দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
করোনা আতঙ্কের মধ্যেই স্বল্প-পাল্লার দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
উত্তর পিয়ংগান প্রদেশের সনচন থেকে কোরীয় উপ দ্বীপের পূর্ব উপকূলে এই পরীক্ষা চালানো হয়েছে বলে জানায় দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ। বিশ্বজুড়ে কোভিড-১৯ ভাইরাস যখন মারাত্মক সংকট হয়ে এসেছে, তখন এ ধরনের সামরিক পদক্ষেপ একেবারেই ঠিক হয়নি বলে নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার। উত্তর কোরিয়া পর্যবেক্ষণকারী সংস্থা এন কে নিউজের রাচেল মিনইয়াং জানায়, এই মহামারির মধ্যেই তারা নিজেদের আত্মবিশ্বাস প্রকাশ করতে চাচ্ছে। উত্তর কোরিয়ায় এখন পর্যন্ত কোনো করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়নি। যদিও গেলো সপ্তাহে দেশটিতে করোনা ভাইরাস সংক্রমণের দাবি করেছেন এক শীর্ষ মার্কিন কর্মকর্তা।