করোনা আতংকের প্রভাব পড়া রাজধানী ঢাকার কাঁচাবাজার ক্রেতাশুণ্য হয়ে পড়েছে
- আপডেট সময় : ০২:৩৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
করোনা আতংকের প্রভাব পড়া রাজধানী ঢাকার কাঁচাবাজার ক্রেতাশুণ্য হয়ে পড়েছে। টানা ছুটির মাঝে প্রথম শুক্রবার বেচাকেনা না থাকায় হতাশ ব্যবসায়ীরা। চাল-ডাল-তেলসহ সব মুদিপণ্য দু’দিন আগের দামেই বিক্রি হচ্ছে। অনেক পণ্যের দাম কিছুটা কমিয়ে দেয়া হয়। তবে সপ্তাহ আগেও অস্থির পেয়াঁজের ঝাঁঝ কিছুটা কমেছে। দেশী পেয়াঁজের পাইকারি দাম হাঁকা হয় কেজি প্রতি ৩৮ থেকে ৪০ টাকা। মাংসের দাম স্থিতিশীল। মাছের আমদানি কম হলেও ক্রেতাশুণ্য বাজারে দামও কিছুটা কম।
রাজধানী ঢাকার কাঁচাবাজার করোনা আতংকের প্রভাবে একেবারে ক্রেতাশুন্য হয়ে পড়েছে। ক’দিন আগেও যে দেশী পেয়াঁজের কেজি ছিল ৫০ থেকে ৬০ টাকা, শুক্রবার ছুটির দিনে সেই পেয়াঁজ এখন পাইকারি দর- ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। তারপরেও কেনার লোক নেই।
একেবারেই নীরব চাল-ডাল-তেলসহ সব মুদিপণ্যের দোকান। আগের দামেই নিত্যপণ্য বিক্রি হলেও বাজারে ক্রেতা না থাকায় হতাশ ব্যবসায়ীরা। কাঁচাবাজারে শাক-সবজির আমদানিতে ঘাটতি নেই। কিন্ত সরকারের লকডাউনের ঘোষণা আর টানা ছুটিতে অনেকেই ঢাকা ছেড়ে যাওয়ায় ক্রেতাশুন্য বাজারে সব ধরনের সবজির দাম কমিয়ে দেয়া হয়েছে। মাছের সরবরাহ কিছুটা কম হলেও ইলিশের হালি নেমে এসেছে আড়াই থেকে ৩ হাজার টাকায়। দাম কমেছে রুই-কাতলাসহ ছোট মাছেরও। মাংসের বাজারে গরু-খাসির দাম স্থিতিশীল থাকলেও ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজি, পাকিস্তানী কক ২৫০ টাকা আর দেশী মুরগী ৫শ’ থেকে সাড়ে ৫শ’ টাকা কেজি।