করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা, দিনাজপুর,চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাসহ চারজনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে দুই আওয়ামী লীগ নেতা এবং দিনাজপুর, সাতক্ষীরায় আরো দুইজনের মৃত্যু হয়েছে
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্নার করোনায় মারা গেছেন । গেলরাত সাড়ে ১০টায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনা আক্রান্ত হয়ে রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিসহ দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হলো।
দিনাজপুরের বীরগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস জানান, গুন্ডারঝাড় গ্রামের কছরউদ্দীন দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিকে, সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে আরো এক শিক্ষকের মৃত্যু হয়েছে।