করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, শনাক্ত ২ হাজার ১৯৯ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ২১ জনের মৃত্যু হয়েছে। এই পর্যন্ত তিন হাজার ১৩২ জন মৃত্যু হলো করোনায়। এর আগে সর্বশেষ গত ২৬ মে ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়। মাঝের সময়টায় মৃত্যুর হার বেশি ছিল। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং এ তথ্য জানান অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।
এসময় তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৮০২ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ১৯৯ জন । এখন পর্যন্ত ২ লাখ ৩৯ হাজার ৮৬০ জন শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ৯৮ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১১৭ জন। এখন পর্যন্ত সুস্থ এক লাখ ৩৬ হাজার ২৫৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৬ জন পুরুষ জন এবং পাঁচ জন নারী। এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ দুই হাজার ৬৬২ জন এবং নারী ৬৭০ জন।






















