করোনা আক্রান্ত হয়ে অতিরিক্ত সচিবের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
- / ১৬১৩ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির-আরডিএ মহাপরিচালক ও অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম মারা গেছেন। সকাল ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২২ জুন বগুড়ার টিএমএসএস-এ নমুনা দেন তিনি। পরদিন ২৩ জুন নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। সে সময় তিনি আরডিএ সেন্টারে নিজের বাংলোতে আইসোলেশনে ছিলেন। তবে শারিরীক অবস্থার অবনতি হলে গত ২৯ জুন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আমিনুল ইসলাম বিসিএস অষ্টম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর যোগদান করেন। তিনি রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার, রাজশাহী বিভাগীয় কমিশনারের স্থানীয় সরকার বিভাগের পরিচালক, খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ছিলেন।