করোনা আক্রান্ত দেশ থেকে প্রবাসীদের ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ
- আপডেট সময় : ০৮:০০:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা আক্রান্ত দেশ থেকে প্রবাসীদের ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে। এরই মধ্যে এসব দেশ থেকে ঢাকায় বিমান অবতরণ বন্ধ করা হচ্ছে। এই ভাইরাস মোকাবেলায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন। এদিকে, চীনের প্রকৌশলীরা ছুটিতে থাকায় পদ্মা সেতুর কাজে কিছুটা বিলম্ব হতে পারে বলেও জানান ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আগামী ১৭ মার্চ বঙ্গন্ধুর জন্মশতবর্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের পূনর্বিন্যাসকৃত কর্মসুচি নিয়ে আলোচনা করতেই এই বৈঠক আয়োজন করে আওয়ামী লীগ। এতে অংশ নেয় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সম্পাদকমণ্ডলীর সদস্যরা।
পরে সংবাদ সম্মেলনে ১৭ মার্চ ঢাকাসহ সারাদেশে মুজিব শতবর্ষ উদযাপনের বিভিন্ন কর্মসুচি ঘোষণা করেন ওবায়দুল কাদের।
করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের সবধরনে প্রস্তুতি আছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, চীন সরকারও সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে।
পদ্মা সেতুর কাজের অগ্রগতি নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, চীনের প্রকৌশলীরা ছুটিতে থাকায় পদ্মা সেতুর কাজ কিছুটা বিলম্ব হতে পারে।
করোনার প্রাদুর্ভাব বেশি এমন দেশগুলো থেকে বিমানযোগে ঢাকার যাত্রী অবতরণ বন্ধে কঠোর উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।