করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এসময়ে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৫২৭ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৬৪ শতাংশ। করোনার নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত করেছে স্বাস্থ্য অধিদফতর।
বুধবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম ঊর্ধ্বমুখী সংক্রমণের বিষয়ে সতর্ক করেন। বলেন, ওমিক্রনের কারণেই সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।
এসময় তিনি বলেন, স্বাস্থ্যসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ইতোমধ্যে ক্লিনিক্যাল গাইডলাইন পাঠিয়ে দেয়া হয়েছে। নতুন তথ্য দিয়ে এই গাইডলাইন সাজানো হয়েছে।
সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি গুরুত্ব আরোপ করেন এই বিশেষজ্ঞ।