করোনায় মারা গেলেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি’র চেয়ারম্যান শান্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
করোনায় মারা গেলেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির চেয়ারম্যান শান্ত ।শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির প্রতিষ্ঠাতা এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসেরও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমামুল কবীর শান্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচ’এ তিনি মৃত্যুবরণ করেন । সম্প্রতি করোনা উপসর্গ থাকায় তাকে বেসরকারি কয়েকটি হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ ইমামুল কবীর শান্তকে সিএমএইচে ভর্তি করা হয়। সকাল ৭টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। ইমামুল কবীর শান্ত-মারিয়াম ফাউন্ডেশনেরও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তাকে বনানী কবরস্থানে মা বাবার কবরের পাশে সমাহিত করা হয়।