করোনায় প্রাণ হারিয়েছেন ঢাকা মহানগর পুলিশের আরও দুই সদস্য
- আপডেট সময় : ০৪:৪৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ঢাকা মহানগর পুলিশের আরও দুই সদস্য। করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসাধীন থাকা অবস্থায় গতরাতে তারা মারা যান। এদের একজন হলেন ডিএমপির পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট- পিওএম দক্ষিণে কর্মরত এএসআই আব্দুল খালেক। আরেকজন ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় কর্মরত কনস্টেবল আশেক মাহমুদ।
ডিএমপির পুলিশ অর্ডার ম্যানেজমেন্টের যুগ্ম কমিশনার আব্দুল মালেক জানান, প্রাথমিকভাবে করোনার উপসর্গ দেখা দেয়ার পর এএসআই আব্দুল খালেককে আরামবাগের একটি হোটেলে প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে নেয়া হয়। গতকাল তার করোনা পরীক্ষার স্যাম্পল পাঠানো হলে রিপোর্টে করোনা পজিটিভ আসে। ভোর রাতে ঢাকার আরামবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এর আগে বুধবার মুহাম্মদ জসিম নামে এক কনস্টেবল মারা যায় করোনায় আক্রান্ত হয়ে। এনিয়ে দেশে ৩ পুলিশ সদস্যের মৃত্যু হলো করোনায়।