করোনায় পুলিশের আরেক সদস্য মারা গেছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
করোনায় নাজির উদ্দিন নামে পুলিশের আরেক সদস্য মারা গেছেন। তিনি পুলিশের বিশেষ শাখা-এসবি’র উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। সকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে বাংলাদেশ পুলিশের চার সদস্য করোনাযুদ্ধে আত্মোৎসর্গ করলেন।
রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতালের সুপার হাসান উল হায়দার জানান, গত ২৫ এপ্রিল এস আই নাজির উদ্দিনের করোনা শনাক্ত হয়। এছাড়া তিনি অ্যাজমা ও হাইপারটেনশনের ভুগছিলেন। শুক্রবার সকাল ৮ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নাজির উদ্দিন পাবনা জেলার ভাঙ্গুরা থানাধীন কাজীটোলা গ্রামের বাসিন্দা। সকালে রাজারবাগে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পুলিশের ব্যবস্থাপনায় গ্রামের বাড়িতে মরদেহ পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তাকে দাফন করা হবে।