করোনায় দেশে একদিনে ২৮ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৭৬৪ জন

- আপডেট সময় : ০৫:২৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
করোনায় দেশে একদিনে দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ৬১০ জন। আর ২৪ ঘন্টায় ৯ হাজার ৯৮৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ হাজার ৭৬৪ জন। করোনায় এ পর্যন্ত মোট আক্রান্ত ৪৪ হাজার ৬০৮ জন। দুপুরে স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। কাল থেকে স্বাভাবিক কর্মদিবস শুরু হওয়ায় সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা ও কর্মস্থলে শারীরিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।
করোনা পরিস্থিতি নিয়ে দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত ও মৃত্যুর পরিসংখ্যানের পাশাপাশি নমুনা সংগ্রহ ও পরীক্ষার সবশেষ তথ্যে জানান অতিরিক্ত মহাপরিচালক।
টানা দু’মাসের বেশি সাধারণ ছুটি শেষে রোববার থেকে কর্মদিবস শুরু হওয়ায়, করোনা প্রতিরোধে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের জন্য গাইডলাইন ঠিক করে দেন তিনি।
কর্মস্থলে প্রত্যেকের স্বাস্থ্যের নিরাপত্তা নিজ হাতে জানিয়ে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরা ও শারীরিক দূরত্ব বজায় রাখার তাগিদ দেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।
করোনা থেকে সুরক্ষিত থাকার করণীয় জানতে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে দেয়া গাইডলাইন অনুসরণ করার পরামর্শ দেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।