করোনায় আক্রান্ত মূমুর্ষ রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার প্রদান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
হবিগঞ্জে করোনায় আক্রান্ত মূমুর্ষ রোগীদের জন্য ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে আশা হবিগঞ্জ।
সকালে জেলা প্রশাসক ইশরাত জাহানের নিকট এসব অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন আশা’র কর্মকর্তারা। এ সময় জেলা প্রশাসক বলেন, হবিগঞ্জে করোনার এই সংকটময় মহুর্তে আশা’র অক্সিজেন সিলিন্ডার রোগীদের অনেক উপকারে আসবে। পাশাপাশি সমাজের বৃত্তবানদেরও এ দুঃসময়ে এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক।
করোনা রোগীর সেবায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১০টি অক্সিজেন সিলিন্ডারসহ সুরক্ষা সামগ্রী প্রদান করেছে জেলা যুবলীগের আহ্বায়ক এ্যাডভোকেট আজহারুল ইসলাম এবং সদস্য আসাদুজ্জামান রুমেল। দুপুরে এসব সামগ্রী গ্রহণ করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল কবীর।


















