করোনার হটস্পট এলাকাগুলোতে কোন শ্রমিক ঢুকতে বা বের হতে পারবে না- স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩০:২২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর এখনো করোনার হটস্পট- তাই এই এলাকাগুলোতে কোন শ্রমিক নতুন করে ঢুকতে বা বের হতে পারবে না-এমন নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক । অন্যদিকে স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্ট কারখানা খোলা রাখা যাবে বলেও জানান তিনি। তবে কোন কারখানায় আক্রান্ত বেশী হলে, সেই কারখানা লকডাউন করা হবে। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জরুরী বৈঠক শেষে সাংবাদিকদের এসব জানান জাহিদ মালেক।
চলমান করোনা পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যায় তা নির্ধারনেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, আইজিপি বেনজীর আহমেদ, বিজিএমইএ, বিকেএমইএ- এর নেতৃবৃন্দ উপস্থিত হন।
বৈঠক শেষে, করোনা পরিস্থিতিতে শিল্প, ব্যবসা প্রতিষ্ঠান সীমিত আকারে চালু রাখার কথা জানিয়ে স্বাস্থ্য মন্ত্রী জানান, এখনো আমরা ঝুঁকিমুক্ত নই।
যেসব কর্মীরা এসে পড়েছে তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে বেশ কিছু নির্দেশনা মেনে তবেই গার্মেন্ট কারখানা খোলার সিদ্ধান্তের কথা জানান তিনি।
শ্রমিকদের নিজস্ব ব্যবস্থাপনায় যাতায়াত ও আক্রান্ত হলে করনীয় নির্ধারনে প্রতিটি ফ্যাক্টরীতে স্বাস্থ্য টিম গঠনের নির্দেশ দেন জাহিদ মালেক।