করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে আগামী এক বছরে ২ হাজার ৩৪০ কোটি ডলার প্রয়োজন হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
- / ১৬০৫ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে করোনা মহামারির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে আগামী এক বছরে ২ হাজার ৩৪০ কোটি ডলার প্রয়োজন হবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। সংস্থাটি বলছে, এই অর্থ বিশ্বজুড়ে করোনার টিকা প্রদান, পরীক্ষা করা এবং চিকিৎসা নিশ্চিত করায় ব্যয় করা হবে। একইসঙ্গে চলমান মহামারির রাশ টানতে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর উন্নয়ন, উৎপাদন, ক্রয় এবং বন্টনে এই অর্থ ব্যয় করা হবে।