করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় প্রস্তুতি নেই বগুড়ায়, নেই সামাজিক দূরত্বের বালাই
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় প্রস্তুতি নেই বগুড়ায়। কোথাও সামাজিক দূরত্বের বালাই নেই। মুখে মাস্ক নেই বেশিরভাগ মানুষের। এ নিয়ে উদ্বেগ আর শংকা বাড়ছে।
বগুড়ায় শীত আসার সাথে সাথে বাড়ছে করোনা রোগী। দ্বিতীয় ধাপের সংক্রমণ ঠেকাতে সরকার ‘নো মাস্ক, নো সার্ভিস’ চালু করেছে। মাস্ক না পড়লে সরকারি-বেসরকারি কোনো অফিসেই এখন আর সেবা মিলবে না। কিন্তু, সে নির্দেশনাও মানা হচ্ছে না কোথাও। হাট-বাজার,শপিংমল,মার্কেট,গণপরিবহন, হাসপাতাল কোথাও সামাজিক দূরত্ব নেই। সভা-সমাবেশ চলছে আগের মতোই।
জনসচেতনতা বাড়াতে প্রচারনা আর আইনের কঠোর প্রয়োগ দরকার বলে মনে করে, অনেকেই। এদিকে, করোনা মোকাবেলায় প্রস্তুতির কথা জানান, স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। রাজশাহী বিভাগে করোনার হটস্পট ছিল বগুড়া। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে আট হাজার দু’শ। মারা গেছেন ১৯৪ জন।