করোনার ঝুঁকিতে মৌলভীবাজারের ৯৩টি চা বাগানের শ্রমিকরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০২:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই মৌলভীবাজারের ৯৩টি চা বাগানে কাজ করছে শ্রমিকরা। কর্তৃপক্ষ বলছে, চা পাতা পচনশীল পন্য। কার্যক্রম বন্ধ করলে বড় ধরণের লোকসানের মুখে পড়বে এই শিল্প। সামাজিক দূরত্ব বজায় রেখেই শ্রমিকরা কাজ করছে বলে দাবি করেন তারা।
করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই মৌলভীবাজারসহ দেশের ১৬৬টি চা বাগানে কাজ করছে প্রায় দেড় লাখ শ্রমিক। তাদের পরিবারের সদস্য মিলিয়ে অন্তত ১০ লাখ মানুষ বসবাস করে বাগান এলাকায়।
সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিতে মাঠে আছে সেনাসহ আইনশৃক্ষলা বাহিনী ও প্রশাসন। কিন্তু, চা বাগানে নির্দেশনা মানতে দেখা যায় না বলে জানান, শ্রমিকরা।
বাগানে সচেতনতামূলক ব্যবস্থা নিতে চা বোর্ডকে আটটি নির্দেশনা দিয়ে গত বছরের ২৫ মার্চ চিঠি দেয়া হয়েছে বলে জানায়, চা সংসদ।
প্রাণঘাতি করোনার বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আশা করে সংশ্লিষ্টরা।


















