করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরো একদফা বাড়লো

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরো একদফা বাড়লো। আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড নাইনটিন মহামারির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত ছুটি ছিল, সেই ছুটি এবার ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো। তবে, কওমি শিক্ষা প্রতিষ্ঠান এর আওতায় পড়বে না। ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।