করোনার কারণে এবার সুনামগঞ্জে হাওড়াঞ্চলের ঐতিহ্যবাহী কুস্তি খেলা অনুষ্ঠিত হচ্ছে না
- আপডেট সময় : ০৫:৪৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
করোনার কারণে এবার সুনামগঞ্জে হাওড়াঞ্চলের ঐতিহ্যবাহী কুস্তি খেলা অনুষ্ঠিত হচ্ছে না। আমন্ত্রণ ছাড়াই হাজার হাজার দর্শক এ খেলা দেখতে মাঠে ভীড় জমায় বলে একে “দাওয়াতি মালজোড়া খেলা” হিসেবেও ডাকা হয়। সরকারি পৃষ্ঠপোষকতায় হাওড়পাড়ের জনপ্রিয় এ খেলা আয়োজনের দাবি জানিয়েছে ক্রীড়ামোদিরা।
গত বছর এই সময় সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আন্তঃউপজেলা কুস্তিখেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবার কোনো আয়োজন না থাকায় হতাশ হাওরপাড়ের কুস্তিগীর ও ক্রীড়ামোদিরা। কুস্তি খেলা সামাজিক বন্ধন সুদৃঢ়, মাদকমুক্ত থাকা, শরীর গঠনের পাশাপাশি গ্রামাঞ্চলে বিনোদনে গুরুত্বপূর্ন ভুমিকা রাখে। কুস্তি আয়োজনের দাবি জানিয়েছে ভাটি অঞ্চলের মানুষ।
হাজার হাজার দর্শকের উপস্থিতিতে নিজেও আনন্দ পান বলে জানান, এই কুস্তিগীর। আগামী বছর থেকে নিয়মিত আয়োজনের আশ্বাস দেন জেলা প্রশাসক। গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্য কুস্তি খেলা সম্প্রীতির বন্ধন ও গ্রামীণ বিনোদনে অপরিহার্য মনে করে হাওরবাসী।