করোনার কারণে অর্থনীতি যেন গতি না হারায়: প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
করোনার কারণে অর্থনীতি যেন গতি না হারায় সেদিকে লক্ষ্য রেখে সব মন্ত্রনালয় ও সংস্থাকে সমন্বয় করে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর শের এ বাংলা নগরে এনইসি ভবনে আয়োজিত এ একনেক বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী নির্মানাধীন উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতির বিষয়েও খোঁজ নেন। একই সাথে প্রকল্পগুলোর ব্যয় সংকোচন করে এবং অপচয় কমিয়ে সঠিক সময়ের মধ্যে বাস্তবায়নে তাগিদ দেন তিনি।