করোনাভাইরাস মোকাবিলায় ওমরাহ হজ ও মসজিদে নববী পরিদর্শন সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
করোনাভাইরাস মোকাবিলায় ওমরাহ হজ ও মসজিদে নববী পরিদর্শন সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদি আরব।
আজ দেশটির স্বাস্থ্য বিভাগ এক জরুরি বার্তায় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। কোনো ধরণের টুরিস্ট ভিসাও দেয়া হবে না বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তবে, উপসাগরীর সহযোগিতা পরিষদ ভুক্ত দেশগুলোর নাগরিকদের দেশে ফেরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। প্রতিবছর ওমরাহ পালন করতে সৌদি আরব যায় প্রায় ৭০ লাখ মানুষ।