করোনাকালীন সময়ে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের আরও মানবিক হওয়ার আহবান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
করোনাকালীন সময়ে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের আরও মানবিক হওয়ার আহবান জানিয়েছেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি।
সকালে তিনি কুষ্টিয়া জেলা প্রশাসক সভা কক্ষে জেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ খাইরুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।