করোনা পরিস্থিতির মাঝেও অনুশীলনে ফিরছে রিয়াল মাদ্রিদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতির মাঝেও অনুশীলনে ফিরছে রিয়াল মাদ্রিদ। ১১ মে থেকে ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করবে গ্যালাক্টিকোরা। তবে সেটি হবে ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন।
সামাজিক দূরত্ব বজায় রেখে ছোট পরিসরে ফুটবলাররা অনুশীলনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। করোনাভাইরাসের প্রভাব এরই মধ্যে কিছুটা কমেছে স্পেনে। যে কারণে দেশটির প্রধানমন্ত্রী কয়েক ধাপে লকডাউন তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন। সরকারের এমন সিদ্ধান্তের পরই ক্লাবগুলোকে ৪ মে থেকে অনুশীলনের অনুমতি দিয়েছে স্পেনের ফুটবল কর্তৃপক্ষ। তবে পুরোদমে অনুশীলনে ফিরতে আরো কয়েকটি ধাপ পেরোতে হবে ক্লাবগুলোকে। মুলত স্প্যানিশ ফুটবল ফেডারেশনের দেয়া অনুমতির পরই অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নেয় রিয়াল মাদ্রিদ। এদিকে, অনুশীলন শুরুর আগে খেলোয়াড়দের করোনা টেস্ট বাধ্যতামূলক করেছে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়।