কম দামী ও পুষ্টিকর গো-খাদ্য হিসেবে জামালপুরে জনপ্রিয় ভুট্টার সাইলেজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
সবচেয়ে কম দামী ও পুষ্টিকর গো-খাদ্য হিসেবে জামালপুরে জনপ্রিয় হয়ে উঠেছে ভুট্টার সাইলেজ। এতে ভিটামিন মিনারেল ও প্রোটিন ভরপুর থাকায় গরু দ্রুত মোটাতাজা হয়,গাভী পরিমানে বেশী দুধ দেয়।
ভুট্টা ও গাছের অংশ প্রক্রিয়া করার মাধ্যমে শুকিয়ে সাইলেজ বানানো হয়। পরে অন্যান্য খাবারের সাথে গরুকে খাওয়ানো হয়। সাইলেজ ব্যবহারে গরুর অন্যান্য দানাদার খাদ্য কম লাগে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই অধিকাংশ খামারীদের পছন্দের তালিকায় রয়েছে ভুট্টার সাইলেজ।
কম খরচে ভুট্টার সাইলেজ গো-খাদ্য ব্যবহারের পাশাপাশি ভুট্টার বহুমুখী ব্যবহারের ফলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করেন সংশ্লিষ্টরা।