কম্বোয়াডিয়াকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে নেপাল গেলো বাংলাদেশ ফুটবল দল। স্বাগতিকদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূইয়ারা।
ফিফা আর্ন্তজাতিক প্রীতি ম্যাচে ২৭ সেপ্টেম্বর কাঠমুন্ডুতে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালে শুক্রবার কোন অনুশীলন নেই দলের। একদিন বিরতি দিয়ে শনিবার অনুশীলন করবে লাল সবুজ প্রতিনিধিরা। কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়ে দারুন উজ্জীবিত বাংলাদেশ। তাই নেপালের বিপক্ষে এ ম্যাচ জিতে জয়ের ধারা বজায় রাখতেই মাঠে নামবে দল। যদিও দু-দলের পরিসংগখানে এগিয়ে স্বাগতিক নেপাল। এর আগে দু-দলের ১৩ দেখায় নেপালের ৮ জয়ের বিপরীতে মাত্র ৪টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ড্র হয় একটি ম্যাচ। নেপালের বিপক্ষে ম্যাচ শেষে ২৮ সেপ্টেম্বর দেশে ফিরবে বাংলাদেশ ফুটবল দল।