কমিশন গঠন করে সাম্প্রদায়িক হামলার প্রকৃত ঘটনা উদঘাটন ও কুশীলবদের বিচার দাবি করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। শাহবাগ জাতীয় জাদুঘর চত্বরে কর্মসূচিতে অংশ নিয়ে তারা এ দাবি জানান।
কুমিল্লায় ইকবালকে কারা ইন্ধন দিয়েছে তাদের খুঁজে বের করার আহ্বান জানানো হয়। যাদের বাড়িঘর ভাংচুর হয়েছে তাদের বাড়িতে প্রধানমন্ত্রীকে যাওয়ার আহ্বান জানান তারা। পূর্বঘোষিত কর্মসূচিতে সকাল ৬টা থেকে তারা ঐ জাদুঘরের সামনে অবস্থান নেন। এসময় বক্তারা আরো বলেন, এর পেছনে রাজনৈতিক দলে অপতৎপরা আছে কিনা তা তদন্ত করে বের করে আনার আহ্বান তাদের। বিচারহীনতার সংস্কৃতির কারণে বার বার এই ধরনের হামলার শিকার হতে হয়। বিচার না পেলে রাজপথে থাকার হুঁশিয়ারী দেন তারা। দুর্গাপূজার সময় দেশের বিভিন্ন জেলায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।