কমলা হ্যারিস নির্বাচিত হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে
- আপডেট সময় : ০৭:০২:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ১৬২০ বার পড়া হয়েছে
কমলা হ্যারিস নির্বাচিত হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে। সবসময় প্রথমের কাতারেই ছিলেন তিনি।
মার্কিন নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী এই নারী ৯০–এর দশকে ওকল্যান্ডের অ্যালামেদা কাউন্টি ডিস্ট্রিক্টের অ্যাটর্নি অফিসে কাজ শুরু করেন। তিনি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ছিলেন। কোনো অশ্বেতাঙ্গ নারী হিসেবে এ পদে প্রথম তিনিই বসেন। ৫৫ বছর বয়সী কমলা হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত মার্কিন হিসেবে প্রথম সানফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হন। তিনিই প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত আমেরিকান, যিনি সিনেট সদস্য হন। উৎসবের মেজাজে এখন ভারতের তামিলনাড়ু রাজ্যের থুলাসেন-থুরা-পুরাম গ্রাম। এ গ্রামের অধিবাসীরা উৎসব করছেন কমলার জন্য। বাবা জ্যামাইকা বংশোদ্ভূত হলেও মা শ্যামলা গোপালান ভারতীয়। শ্যামলার জন্ম তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে। পরে পড়াশোনার জন্য চলে যান যুক্তরাষ্ট্রে। ক্যানসার গবেষক এবং সমাজকর্মী হিসেবে সুপরিচিতি শ্যামলা। তাঁর বাবা অর্থাৎ কমলার মাতামহের জন্ম এই থুলাসেন-থুরাপুরামে। আর তাতেই কমলার জন্য আনন্দে মেতেছে গ্রামবাসী।


























