কবর থেকে চুরি হচ্ছে একের পর এক মরদেহ !
- আপডেট সময় : ১২:৪৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৭২ বার পড়া হয়েছে
মরদেহ চুরি ঠেকাতে শেরপুরের বিভিন্ন কবরস্থান পাকা করণের পর দেয়া হচ্ছে লোহার গ্রীল। স্থানীয়রা জানান, কবর থেকে একের পর এক চুরি হচ্ছে মরদেহ, তাই স্বজনদের শেষ স্মৃতি চিহ্নটুকু রাখতেই এমন অভিনব কৌশল; তবুও কাটছে না আতঙ্ক। পুলিশ বলছে, ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে চক্রের চার সদস্য, বাকীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ইসলামি রেওয়াজ অনুযায়ী মৃত্যুর পর যথাযথ মর্যাদায় মরদেহ দাফন হয় কবরস্থানে। কিন্তু দাফনের কিছুদিন পরই চুরি হয়ে যাচ্ছে হচ্ছে মরদেহ। একের পর এক শেরপুরের বিভিন্ন এলাকায় কবর থেকে চুরি হচ্ছে পুরনো মরদেহ। শেরপুর সদরের কামারিয়া ইউনিয়নের সূর্যদী পশ্চিমপাড়া গ্রাম। এ গ্রামের বেশিরভাগ পুরনো কবরগুলো থেকে রাতের আধারে চুরি হয়েছে মরদেহ। তাই স্বজনদের শেষ স্মৃতিচিহ্নটুকু রাখতেই বাড়তি খরচ করে অভিনব কায়দায় গ্রীল দিচ্ছে স্থানীয়রা। অনেক এলাকায় সরকারি কবরস্থান না থাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় স্বজনদের মরদেহ। আর পাহারার ব্যবস্থাও না থাকায় একের পর এক কবর থেকে চুরি হয়েছে মরদেহ। তাই বাধ্য হয়েই কবরের উপর লোহার গ্রীল দিচ্ছেন তারা। গেল বছরের সেপ্টেম্বরে দুটি আলাদা মামলায় দুই কেমিক্যাল ব্যবসায়ীসহ চার চোরকে গ্রেপ্তার করে পুলিশ।
এখন পর্যন্ত প্রায় দুই শতাধিক কবরে দেয়া হয়েছে লোহার গ্রীল। আর গত দুই বছরে এই ইউনিয়ন থেকেই দেড় শতাধিক কঙ্কাল চুরি হয়েছে বলে দাবি এলাকাবাসীর।