কপ টুয়েন্টি সিক্স জলবায়ু সম্মেলনকে ব্যর্থ : গ্রেটা থুনবার্গ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:১২ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
কপ টুয়েন্টি সিক্স জলবায়ু সম্মেলনকে ব্যর্থ বলে আখ্যা দিয়েছেন আলোচিত জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ
বিশ্ব নেতাদের উদ্দেশে গ্রেটা বলেন, ক্ষতিকর কার্বনের নিঃসরণ কমানোর দাবি দীর্ঘদিনের। অথচ এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন বিশ্ব নেতারা।
গ্লাসগোতে জলবায়ু সম্মেলনস্থলের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সুইডিশ কিশোরী থুনবার্গ। এসময় কয়েক হাজার জলবায়ুকর্মী গ্রেটার প্রতি সংহতি জানান। ঝুঁকি মোকাবেলায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবার অংশীদারত্ব বাড়ানোর পাশাপাশি আরও দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান গ্রেটা।