কথিত বন্দুকযুদ্ধে চট্টগ্রাম ও কক্সবাজারে দু’জন নিহত হয়েছে।
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে আনছার ওরফে কালু মিয়া নামে জোড়া খুনের আসামী নিহত হয়েছে। গেল রাত ৩টার দিকে বাঁশখালীর বাহারছড়া এলাকার মদিনা ব্রিকফিল্ডের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সামাজিক বিরোধের জের ধরে আনসার তার দলবল নিয়ে একই এলাকার খালেদ ও ইব্রাহিম নামের দুই হাফেজকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় আনসারকে প্রধান আসামী করে মামলা করে নিহতদের পরিবার। রাতে আনসার ও তার সঙ্গীদের মদিনা ব্রিকফিল্ড এলাকায় অবস্থানের খবরে সেখানে অভিযান চালায় পুলিশ।
এদিকে, কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরিফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। আরিফের বিরুদ্ধে সন্ত্রাস, হত্যাসহ বিভিন্ন অভিযোগে অর্ধডজন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।