কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা মেডিকেলে চলছে চিকিৎসা কর্যক্রম
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬০০ বার পড়া হয়েছে
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে চিকিৎসা কর্যক্রম ।সকাল থেকেই হাসপাতালে জরুরী ও বর্হিবিভাগে চিকিৎসা কার্যক্রম শুরু হলে রোগীদের আনাগোনা বাড়ে । তবে অ্যাটেন্ডেন্ট পাস কার্ড ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না কাউকেই। মোতায়েন করা হয়েছে কয়েক প্লাটুন বিজিবি ও সেনা সদস্য। কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এদিকে, হামলার পর গতকাল অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন ঢামেকের চিকিৎসকরা। পরে স্বাস্থ্য উপদেষ্টার সাথে বৈঠকে হামলাকারীদের গ্রেফতার ও পর্যাপ্ত নিরাপত্তার শর্তে ২৪ ঘণ্টার জন্য স্থগিত করা হয় কর্মবিরতি।গতকাল রাত ৮টা থেকেই চালু হয় জরুরি বিভাগের কার্যক্রম।